আলীপুর আলিম মাদ্রাসা গ্রামঃ আলীপুর, ডাকঃ আলীপুর মাদ্রাসা, উপজেলাঃ পূর্বধলা জেলাঃ নেত্রকোনা। ১৯৬২ইং সালে মাদ্রাসাটি মক্তব হিসাবে প্রতিষ্ঠিত হয়।১৯৭২ইং সালে মাদ্রাসাটি আলীপুর ফুরকানিয়া মাদ্রাসা হিসাবে পরিচালিত হয়। ১৯৮৪ইং সালে মাদ্রাসাটি আলীপুর এবতেদায়ী মাদ্রাসা নামে নাম করন করা হয়। ১৯৯০ইং সালে মাদ্রাসাটি দাখিল ৯ম শ্রেণী খোলার অনুমতি পায়। ১৯৯৪ ইং সালে দাখিল স্বীকৃতি লাভ করে। ০১/০২/১৯৯৪ইং সাল হইতে অত্র মাদ্রাসায় সুপার পদে জনাব মোঃ আব্দুর রহিম যোগদান করেন এবং ০১/০৭/১৯৯৪ইং সাল হইতে দাখিল স্তরে এম,পি,ও ভূক্ত হয়। ২০০২ইং সালে আলীপুর মাদ্রসা নামে মাদ্রাসায় একটি ডাকঘর প্রতিষ্ঠা করা হয়। ডাকঘরের প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসার সুপার জনাব মোঃ আব্দুর রহিম সাহেব। তাহার প্রচেষ্ঠায় মাদ্রাসার যাবতীয় অবকাঠামো ও রাস্তা তৈরী করা হয়। অত্র মাদ্রাসায় জনাব জাবেদ আলী তালুকদার ২০০৯ইং সাল হইতে মৃত্যু পর্যন্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। মাদ্রাসাটি ২০০২ ইং সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার লাভ করে।
